সংবিধান বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড.তুহিন মালিকের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
একই সঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার ড.তুহিন মালিক আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম সামছুল আরেফিন এ আদেশ দেন।
এর আগে, গত ১০ ডিসেম্বর আদালত তার বিরুদ্ধে সমন জারি করে। এবং একই সঙ্গে ১৩ জানুয়ারি তুহিন মালিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সংবিধান নিয়ে কটূক্তি, মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে ড. তুহিন মালিকের বিরুদ্ধে আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।