বিসিএস কম্পিউটার সিটি

SHARE

bcs-computer-city-online-dhaka-guideবেগম রোকেয়া স্বরণী, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা – ১২০৭।

২০০০ ইং সালে এটি প্রতিষ্ঠিত হয়। শপিং মলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন, নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত এবং টাইলস সজ্জিত নতুন ভবনে অবস্থিত। মার্কেটটিতে মোট দোকানের সংখ্যা ৩৫০ টি। মার্কেট মালিক কর্তৃপক্ষ কর্তৃক শপিং মলটি পরিচালিত হয়। এটি দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট।

লোকেশন

আগারগাঁওয়ে বাংলাদেশ পার্লামেন্ট বিল্ডিং এর সন্নিকটে এই কম্পিউটার মার্কেটটি অবস্থিত।

ভবনের বিবরন

৪ তলা বিশিষ্ট ভবনের পুরোটাই কম্পিউটার মার্কেট।

পণ্য-সামগ্রীর বিবরন

প্রথম তলা

কম্পিউটার যন্ত্রাংশ ও কম্পিউটার সার্ভিসিং এর দোকান।

দ্বিতীয় তলা

কম্পিউটার যন্ত্রাংশ, সার্ভিসিং, ক্যামেরা, মোবাইল এবং ল্যাপটপ এর দোকান।

তৃতীয় তলা

বিভিন্ন ধরনের সিডির দোকান, ল্যাপটপ এবং আইপডের দোকান।

চতুর্থ তলা

খাবারের দোকান, নামাজের জায়গা এবং কম্পিউটার সামগ্রীর দোকান।

পণ্য-সামগ্রীর মান, মূল্য এবং ক্রেতা

এখানে প্রাপ্ত পণ্য সামগ্রীর মান অতি উত্তম।
পণ্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
এখানে সাধারণত উচ্চ বিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাগণ কেনাকাটা করতে আসেন।
এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও দোকান ভেদে বিল পরিশোধ করা যায়।

গাড়ী পার্কিং ব্যবস্থা

এখানে নিজস্ব ব্যবস্থাপনায় ১০০ (একশত) টি গাড়ী পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এছাড়া সামনের রাস্তা ও ফুটপাতে ১০০ (একশত) টি গাড়ী পার্ক করা যায়। গাড়ী পার্কিং এর জন্য নির্দিষ্ট হারে চার্জ প্রদান করতে হয়।

টয়লেট ব্যবস্থা

প্রত্যেক ফ্লোরে টয়লেট সুবিধা রয়েছে।
মহিলাদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
সার্বক্ষণিক টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।

এস্কেলেটর সুবিধা

এখানে এস্কেলেটর সুবিধা রয়েছে। এস্কেলেটর এর সংখ্যা ০৪ (চার) টি।

নিরাপত্তা ব্যবস্থা

মার্কেটটির নিরাপত্তার জন্য সিসিটিভি রয়েছে। এছাড়া এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।

খোলা/বন্ধের সময়

মার্কেটটি প্রতি সপ্তাহের রবিবার বন্ধ থাকে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ০৬.০০ টা পর্যন্ত খোলা থাকে।

ভিড় এড়াতে চান

শুক্রবার, শনিবার, বুধবার, বৃহস্পতিবার ক্রেতা সমাগম বেশি লক্ষ্য করা যায়। অন্যান্য দিনে সকাল ১০.০০ টা থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত এবং সচরাচর সন্ধ্যে বেলা ক্রেতাদের পদচারণা বেশি থাকে।