ময়মনসিংহ বিভাগ হচ্ছে

SHARE

moymanshingময়মনসিংহ বিভাগ হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, এর আগে ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে রংপুরকে আলাদা বিভাগ ঘোষণা করা হয়। বর্তমানে এ বিভাগের কার্যক্রম নিয়ে মোট সাতটি বিভাগ রয়েছে।

বর্তমানে দেশে সাতটি বিভাগ রয়েছে। বিএনপির সময় বরিশাল বিভাগ প্রতিষ্ঠা করা হয়।

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বিশেষ উদ্যেগে হয় সিলেট বিভাগ। আর রংপুরকে সপ্তম বিভাগ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

বৃহত্তর ময়মনসিংহে ছয়টি জেলা রয়েছে। এগুলো হলো: ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ।