আওয়ামী লীগ উড়ে যাওয়ার দল নয় : সৈয়দ আশরাফ

SHARE

asraffস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি মনে করেছিল ফুঁ দিলে আওয়ামী লীগ উড়ে যাবে। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ উড়ে যাওয়ার দল নয়। আওয়ামী লীগ তৃণমূল থেকে সংগ্রাম করে উঠে আসা দল।

সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির বুদ্ধিজীবীরা এখন খালেদা জিয়াকে বলছেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেয়ার জন্য। এই বুদ্ধিজীবীদের বুদ্ধি আগে কোথায় ছিল। তারা আগে কেন খালেদা জিয়াকে এই কথা বলেননি।

তাই আমি আশা করবো বিএনপির বুদ্ধিজীবীদের মতো খালেদা জিয়ারও শুভ বুদ্ধির উদয় হবে।