জে পি নাড্ডাই বিজেপি প্রধান

SHARE

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই অমিত শাহের জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এই নেতা।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এতদিন কার্যকরী সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। আর এবার আনুষ্ঠানিকভাবে ২০২২ পর্যন্ত দলের সর্বভারতীয় সভাপতি পদে বসলেন জগৎ প্রকাশ নাড্ডা।

এর আগে আজ সকাল সাড়ে দশটা নাগাদ মনোনয়নপত্র জমা দেন নাড্ডা । বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি । বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় সূত্রে খবর, নাড্ডার নাম প্রস্তাব করেছিলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও সংসদীয় দলের সদস্যরা তথা অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়কড়ি।

২০১৯ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন অমিত শাহ। আর এরপরেই দলের দায়িত্ব সামলানোর জন্যে কার্যকরী সভাপতির দায়িত্বে বসানো হয়েছিল জেপি নাড্ডাকে। এবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্বে বসতে চলেছেন জগৎ প্রকাশ নাড্ডা।