পাকিস্তানে তুষারধসে নিহত ৯৩, নিখোঁজ অনেকে

SHARE

পাকিস্তানে চলমান তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

এদিকে তুষারধসে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সবধরনের মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।

বুধবার এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, তুষারধসের কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

তুষারধসে হতাহতের ঘটনা ঘটেছে পাঞ্জাব ও বেলুচিস্তানেও। প্রদেশ দুটির বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।