অস্ট্রেলিয়ায় দাবানল : আগুন লাগানোর দায়ে গ্রেপ্তার শতাধিক

SHARE

অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে গত বছরের সেপ্টেম্বরের থেকে সর্বগ্রাসী আগুন জ্বলছে। রেকর্ড ভাঙ্গা তাপমাত্রা এবং কয়েক মাসের ভয়াবহ খরার কারণে এই বিশাল সংকট আরও তীব্রতর হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছেন। এদিকে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর দায়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের আগুনে প্রায় ১০ মিলিয়ন হেক্টর (১০,০০,০০০ বর্গকিলোমিটার) গুল্ম, বন এবং পার্ক পুড়ে গেছে। শুধু তাই নয়, এ কারণে প্রায় ২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

সাম্প্রতিক সরকারী পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার বীমা কাউন্সিল (আইসিএ) নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রায় ৯০০০ বীমার দাবি পেয়েছে। সারা দেশে বুশফায়ার থেকে ক্ষয়ক্ষতি বিলটি মিলিয়ন হিসাবে অনুমান করা হয়।

জানা গেছে, গত নভেম্বরের পর থেকে ,পুলিশ ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ২৪ জনসহ ২০৫ জনকে গ্রেপ্তার করেছে। বুশফায়ার-সম্পর্কিত অপরাধের জন্য ১৮৩ জনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, ভিক্টোরিয়ায় ইচ্ছাকৃতভাবে আগুন জ্বালানোর অভিযোগে ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সূত্র : পিপলস ডেইলি