রাজধানীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

SHARE

busgpবিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের সপ্তম দিন সোমবার রাজধানীতে ২টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সোয়া ১১টায় রাজধানীর নর্দা বাসস্ট্যান্ডে তুরাগ পরিবহনের একটি বাস আগুন দেয় দুর্বৃত্তরা। এরআগে সকাল ১০টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে গাজীপুর পরিবহন বাসে আগুন দেয়া হয়। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।

ভাটারা থানার ওসি গোলাম সরোয়ার আলম বলেন, তুরাগ পরিবহনের বাসটি যাত্রবাড়ী থেকে টঙ্গী যাচ্ছিল। পথে নর্দা বাসস্ট্যান্ডে যাত্রী নামনোর জন্য থামলে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ আহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, সকাল ১০টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে গাজীপুর পরিবহনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।