এবার ৫২টি যুদ্ধবিমান উড়ালো যুক্তরাষ্ট্র

SHARE

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর প্রতিশোধের হুমকি দিয়েছিল ইরান। এর পরই ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনায় হামলার পাল্টা হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একযোগে ৫২টি অত্যাধুনিক যুদ্ধবিমান উড়িয়ে ইরানকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের হিল বিমানঘাঁটি থেকে মঙ্গলবার অর্ধশতাধিক এফ-৩৫এ মডেলের যুদ্ধবিমান উড়িয়েছে মার্কিন বাহিনী। তবে অস্ত্রশস্ত্রে পুরোপুরি সজ্জিত হলেও যুদ্ধবিমানগুলো এখনই হামলার জন্য নয়, বরং ইরানকে ভয় দেখাতেই এ মহড়ার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এসব যুদ্ধবিমানের একেকটির দাম প্রায় চার দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৭০০ কোটি টাকা)। মহড়ায় অংশ নেন ৩৮৮তম ও সংরক্ষিত ৪১৯তম ফাইটার উইংসের সদস্যরা।

এর আগে, গত শুক্রবার ভোর রাতে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের ক্ষমতাশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। হামলার পরই সোলাইমানি হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় ইরান।