উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকে রাজি দক্ষিণ কোরিয়া

SHARE

koriyasnকোনো পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকে প্রস্তুত আছেন বলে সম্মতি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন হুয়ে। তিনি অবিলম্বে সংলাপ আহ্বানে সাড়া দেয়ার জন্য উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন বলেন, “উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তা শান্তি আলোচনার জন্য ফলপ্রস্রু হতো। তবে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য এটা কোনো পূর্ব শর্ত নয়।”

পার্ক বলেন, “আমার স্পষ্ট অবস্থান হচ্ছে দু’দেশের তিক্ত বিভক্তি দূর করতে চাই। নিজেদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান প্রয়োজন। এ জন্য যে কারো সঙ্গে আমি আলোচনায় বসতে প্রস্তুত।”

তিনি বলেন, “এটা ইতিবাচক, আমি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এখানে কোনো শর্ত নেই।”

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বিভক্ত এ দুটি দেশ দু’বার বৈঠকে বসেছে।