নতুন বছরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা সভা

SHARE

গত বছরের ডেঙ্গুজনিত বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার বছরের শুরুতেই কাজে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে মিলনায়তনে শুরু হয়েছে সামনে সম্ভাব্য ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মকৌশল নির্ধারণী সভা।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা। এছাড়াও সভায় আই ই সি আর এর পরিচালক অধ্যাপক ডঃ মীরজাদী সেবরিনা ফ্লোরা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনেরদুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ দেশের বিভিন্ন এলাকার পৌরসভার মেয়র ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সভায় অতিরিক্ত মহাপরিচালক সানিয়া তাহমিনা বিগত সময়ের ডেঙ্গু পরিস্থিতি সার্বিক চিত্র তুলে ধরেন। পরে দিকনির্দেশনামূলক নানান পরামর্শ তুলে ধরছেন সভায় উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন পি পি আর সি চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।