ইরাকের উন্নয়ন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন সৌদি যুবরাজ

SHARE

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ইরাকের সাম্রতিক উন্নয়ন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে কথা বলেছেন। শুক্রবার টেলিফোনে তারা কথা বলেছেন বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে সাম্প্রতিক যেসব উন্নয়ন কাজ করা হয়েছে, তা নিয়ে উভয়ে আলাপ করেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে সব ধরনের অস্থিরতা কমিয়ে আনার ব্যাপারে তারা কথা বলেছেন। যেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে, সে ব্যাপারে কাজ করার কথাও তারা বলেন।

তবে গতকাল শুক্রবার বাগদাদে মার্কিন হামলায় নিহত ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিসহ ১০ জন নিহতের ব্যাপারে তাদের কোনো আলাপের কথা উল্লেখ করা হয়নি।