সোলাইমানির জানাজায় হাজারো মানুষের ঢল

SHARE

গতকাল শুক্রবার বাগদাদে মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। এই হামলায় ইরাকের প্যারা মিলিটারি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসসহ মোট ১০ জন নিহত হন। এদিকে আজ বাগদাদে সোলাইমানি এবং আল-মুহান্দিসের জানাজায় হাজার হাজার শোকাহত মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার বাগদাদের খাধিমিয়ায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। কালো পোষাক পরে হাজারও মানুষ এই জানাজায় অংশ নেন। বাগদাদে জানাজায় অংশগ্রহণকারীরা কালো পোষাকে ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) পতাকা হাতে অংশগ্রহণ করেন। এ সময় তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস চেয়ে নানা ধরনের স্লোগান দেন।

বাগদাদের খাধিমিয়ায় শিয়া মতাবলম্বীদের উপাসনালয়ে একত্রিত হয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও পিএমএফের কমান্ডারসহ নিহত অন্যান্যদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, কাসেম সোলাইমানিকে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের মূলনায়ক হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।