পাবনায় রেলসেতুর গার্ডারের ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহত ৫

SHARE

pabna5ট্রেনের ছাদে ভ্রমণকালে রেলসেতুর গার্ডারের ধাক্কায় তিন যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পাবনার ভাঙগুড়া উপজেলার কৈডাঙ্গা রেলসেতুর উপর এই দুর্ঘটনাটি ঘটে। তবে নিহত ও আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী নীলসাগর এক্সপ্রেস নামের ট্রেনের ছাদে উঠে বেশকিছু যাত্রী আসছিল। দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ট্রেনটি পাবনার ভাঙগুড়া উপজেলার কৈডাঙ্গা রেলসেতু অতিক্রম করার সময়ে ঘনকুয়াশায় ছাদে ভ্রমণকারী যাত্রীরা রেলসেতুর গার্ডারের ধাক্কায় গুরুতর আহত হয়। ট্রেনটি চাটমোহরের রেল স্টেশনে এসে থামলে আহতদের চিৎকারে স্থানীয়রা ট্রেনের ছাদে কিছু মানুষকে কাতরাতে দেখে নীচে নামিয়ে আনে। এ সময় ছাদ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আইনী ঝামেলা এড়াতে রাতেই আহত-নিহতদের তাদের স্বজনরা নিয়ে গেছেন বলে জানা গেছে। তবে একটি একটি সূত্র জানায়, আহতদের সাথে কথা বলে তারা জেনেছে, হতাহতরা প্রত্যেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ।