বিদেশি নৌযান দেশে মৎস্য আহরণ করলে পাঁচ কোটি টাকা জরিমানা

SHARE

বিদেশি মৎস্য নৌযান বাংলাদেশ সীমানায় মৎস্য আহরণে আইন ভঙ্গ করলে সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানার বিধান রেখে সামুদ্রিক মৎস্য আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ফিশিং বোটের লাইসেন্সের মেয়াদ ১ বছরের থেকে বাড়িয়ে ২ বছর করা হয়েছে।

এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৯ এর খসড়া অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জ সদরে স্থাপন করারও সিদ্ধান্ত হয়।