লাইফ সাপোর্টে সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি

SHARE

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির অবস্থা সঙ্কটাপন্ন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাপ্পির স্বামী শেখ রফিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি হয়েছিলেন সাবেক সাংসদ বাপ্পি। অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এদিকে বাপ্পির জন্য দোয়া চেয়ে শেখ রফিক এক ফেইসবুক পোস্টে লিখেছেন, সাবেক এমপি অ্যাডভোকেট বাপ্পি জীবন মৃতুর সন্ধিক্ষণে। বঙ্গবন্ধুর আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

ফজিলাতুন্নেসা বাপ্পি নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।