২৭ বছর আগে একটি চলচ্চিত্র সম্পাদনার সময় ডোনাল্ড ট্রাম্প অভিনীত কয়েক সেকেন্ডের দৃশ্য বাদ দেওয়া হয়। এ ঘটনায় বেজায় চটেছেন ট্রাম্পের সমর্থকরা। সেটাও যে সে সিনেমা নয়। ১৯৯২ সালে ‘হোম অ্যালোন ২’-এর একটি দৃশ্যে অভিনয় করেছিলেন ট্রাম্প।
ট্রাম্প তখন নিউইয়র্কের অন্যতম সফল ব্যবসায়ী। দৃশ্যটিতে দেখা যায়, বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট্ট কেভিন ডনকে জিজ্ঞেস করছে হোটেল লবি কোনদিকে? তার উত্তরে ট্রাম্প লবির পথ দেখিয়ে দিয়েছিলেন।
কানাডার জাতীয় সম্প্রচারক সংস্থা সিবিসি জানিয়েছে, বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের দৃশ্য ছাড়াও আরো মোট আট মিনিট বাদ দেওয়া হয় ওই চলচ্চিত্র থেকে। কিন্তু ট্রাম্পের সমর্থকরা সে কথা শুনবেন কেন?
তাদের অভিযোগ, এসব বামপন্থী সম্প্রচারকের চক্রান্ত। ‘মজা করে’ টুইট করেছেন ট্রাম্পও। প্রতিবাদে সরব তার ছেলে।