শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ: বাড়ল প্রতিবেদনের সময়

SHARE

পরীক্ষার সময় সূচিসহ তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত সময় বাড়িয়ে আগামী বছর ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ তদন্ত শেষ করতে না পারায় প্রতিবেদন দাখিল করেনি। তাই মহানগর হাকিম রমাহাম্মদ জসিম নতুন তারিখ ধার্য করেন।

২০১৭ সালের ২০ জুলাই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করেন। পরীক্ষার সময়সূচিসহ তারিখ ঘোষণার দাবিতে এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেয়। এতে পুলিশ বাধা দেয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে।

পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। খুব কাছ থেকে টিয়ারশেল ছোড়ার পর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে লাগে। তাঁর চোখ দুটি নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন চললেও পরের দিন শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাজহার বাদী হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা, পুলিশকে হত্যা চেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়।