নূরসহ আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড

SHARE

মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের এক দল নেতাকর্মীর হামলায় আহত নূরসহ পাঁচজনের চিকিৎসার জন্য বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার এ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রাজিউল হককে প্রধান করে নয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছে নূরসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য। মঙ্গলবার সকালে বোর্ড বৈঠকে বসবে এবং আহতদের দেখে সে অনুযায়ী চিকিৎসা দেবে বলে জানান তিনি।

এর আগে রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় নুরসহ আহত হয়েছেন প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী।

ডাকসু ভবনে রবিবার হামলার পর আহত ২৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিনই ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৪ জনের মধ্যে নয়জন ছাড়া পান সোমবার।