রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখনই প্রস্ততি গ্রহণের সুপারিশ

SHARE

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখনই প্রস্ততি গ্রহণের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির। কমিটির বৈঠকে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটারিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। কৈঠকে কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন ও সুলতানা নাদিরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল-২০১৯ এবং বাণিজ্য মেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বাণিজ্য মেলাকে আকর্ষনীয় করে তুলতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।