সাজার আগে মারা গেলে তিন দিন ঝুলবে মোশাররফের মরদেহ!

SHARE

দেশদ্রোহিতার অভিযোগে গত মঙ্গলবার পারভেজ মোশাররফের ফাঁসির সাজা দিয়েছিল আদালত। ১৬৭ পাতার রায় আজ প্রকাশ্যে এসেছে। সেই রায়েই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে যদি পাকিস্তানের পারভেজ মোশাররফের মৃত্যু হয়, তা হলে তার মৃতদেহ ইসলামাবাদের ডি-চকে তিন দিন ঝুলিয়ে রাখা হবে। ডি-চক পাকিস্তান পার্লামেন্টের কাছেই অবস্থিত।

পাকিস্তানের পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ দেশদ্রোহীর অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রাক্তন সেনাপ্রধানকে মৃত্যুদণ্ডের সাজা দেয়।

রায়ে বলা হয়েছে, এই মামলায় অভিযোগ প্রমাণিত। দোষী সাব্যস্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আইন প্রণয়নকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, পলাতক দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য সব রকম চেষ্টা চালাতে হবে। কিন্তু সাজা কার্যকরের আগেই যদি দোষীর মৃত্যু হয়, তা হলে ইসলামাবাদের ডি-চকে তার মরদেহ নিয়ে আসতে হবে। সেখানে তিন দিন ঝুলিয়ে রাখতে হবে।

সূত্র: ট্রিবিউন।