স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সফর বাতিলের পর, এবার স্থগিত হলো ভারতের সঙ্গে যৌথ নদী কমিশন জেআরসির বৈঠক।
কারিগরি কমিটির প্রস্তুতি না থাকায় বৈঠক স্থগিত হয়েছে বলে জানিয়ে যৌথ নদী কমিশন কর্তৃপক্ষ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ভারতের নাগরিকপঞ্জী বা সংশোধিত নতুন নাগরিকত্ব আইনের সাথে এই সফর স্থগিতের কোনো সম্পর্ক নেই।
বুধ ও বৃহস্পতি এ দুদিন দিল্লীতে দুদেশের সচিব পর্যায়ের পূর্ব নির্ধারিত বৈঠকে ছয়টি নদীর হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ের কথা ছিল ঢাকা ও দিল্লির, যা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে এনআরসি নিয়ে ভারতে চলমান অস্থিরতার জেরে বৈঠকটি বাতিল হয়ে থাকতে পারে।
ভারতে যৌথ নদী কমিশনের বৈঠক পেছানোর সাথে এনআরসি বা নতুন নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের তথ্যগুলো সংগ্রহ করেছিলাম, পরবর্তীতে মনে হয়েছে কোথাও কোথাও দুর্বলতা রয়েছে।
এ সময় অবৈধভাবে বাংলাদেশের কেউ ভারতে থাকলে আইনীভাবে ফিরিয়ে আনার কথাও বলেছেন তিনি।
তিনি বলেন, আমাদের কোনো অবৈধ কেউ থাকলে জানাবেন, তাহলে আমরা সুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করবো।
এসময় এনআরসি নিয়ে বাংলাদেশের দুঃশ্চিন্তার কোনো কারণ নেই বলে ভারত সরকারে পক্ষ থেকে একাধিকবার অঙ্গীকার করা হয়েছে বলেও জানান তিনি।