দ্রুততম সময়ে নির্বাচনের আহ্বান সুজনের

SHARE

sujonদেশের চলমান সংকট নিরসনে সংলাপের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অরাজনৈতিক এই সংগঠনটি দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই বলে মনে করছে এবং এ জন্য প্রধানমন্ত্রীকে প্রাথমিকভাবে সংলাপের উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সংলাপ ও সমঝোতা জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজন নির্বাহী সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে এবং সমস্যা সমাধানে প্রয়োজনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে সংস্থাটি।

ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের চলমান পরিস্থিতিতে নাগরিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। সামনের দিনগুলোতে আমরা একটি অকার্যকর রাষ্ট্র, এমনকি গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারি।

তিনি বলেন, এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার জন্য নাগরিক সমাজ অনুরোধ জানাচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীকেই প্রাথমিক পদক্ষেপ নিতে হবে বলে সুজন মনে করে।

বদিউল আলম বলেন, গণমাধ্যমের ওপর সরকারের ‘অলিখিত নিয়ন্ত্রণ’ মৌলিক অধিকারের পরিপন্থী। আমরা এর প্রতিবাদ জানাই। সরকার যা করছে আশা করি তা থেকে বিরত থাকবে।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশে কথা বলার আর লোক অবশিষ্ট থাকবে না।

সংবাদ সম্মেলনে সুজন নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।