চাঁদা না দেওয়ায় শ্রমিক লীগ নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

SHARE

রাজধানীর মীর হাজীরবাগ এলাকায় শ্রমীক লীগ নেতা লিটন আহমেদকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে ওই এলাকার যুক্তিবাদী গলিতে এ ঘটনা ঘটে। তিনি ৫১ নম্বর ওয়ার্ড শ্রমীক লীগের সাধারণ সম্পাদক।

জানতে চাইলে গতকাল রাতে শ্যামপুর থানার ওসি মফিজুর রহমান এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।

এদিকে গুরুতর আহত লিটন আহমেদকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। খবর শুনে ঢামেক হাসপাতালে ছুটে যান ৫১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ইমরান শেখসহ তার স্বজন ও প্রতিবেশীরা।

হাসপাতালে পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, রাজনীতির পাশাপাশি লোহার ব্যবসা রয়েছে লিটনের। গত ১৫ দিন আগে স্থানীয় সন্ত্রাসী শান্ত, শওকত, মনিরসহ বেশ কয়েকজন লিটনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তবে লিটন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়। রাতে নিজ ওয়ার্ডে সংগঠনিক কাজ শেষ করে ওয়ারী এলাকায় যাওয়ার সময় ওই সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।