খালেদা অসুস্থ: দেখা হয়নি তাবলিগ প্রতিনিধিদলের

SHARE

tablig jamatবিশ্ব ইজতেমার দাওয়াত দিতে বিএনপির  চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন তাবলিগ জামায়াতের একটি প্রতিনিধিদল। মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ওই প্রতিনিধিদলের অন্য দুজন হলেন মাওলানা মোয়াজ্জেম হোসেন ও মাওলানা আব্দুল আউয়াল।

তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় প্রতিনিধিদলটি তার সাক্ষাৎ পায়নি। পরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, উপদেষ্টা সাবেক আইজি আব্দুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের মাধ্যমে খালেদা জিয়াকে বিশ্ব ইজতেমার দাওয়াত পৌঁছে  দেয়া হয়।

সেখান থেকে বেরিয়ে প্রতিনিধিদলের নেতা মাওলানা আব্দুর রহিম সাংবাদিকদের জানান, ইজতেমার দাওয়াত দিতে তারা খালেদা জিয়ার কার্যালয়ে যান। তবে তিনি অসুস্থ থাকায় তার সঙ্গে দেখা হয়নি বলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে তার কাছে দাওয়াত পৌঁছে দেয়া হয়েছে।

এদিকে দুপুরে ইফতেখার আহমেদ নামে আরও একজনের নেতৃত্বে তাবলীগ জামাতের আরও একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ের মূল ফটকে যান। কিন্তু অনুমতি না থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি।