ইরানি কনস্যুলেটে ফের আগুন দিল ইরাকি বিক্ষোভকারীরা

SHARE

ইরাকে বিক্ষোভকারীরা ইরানি কনস্যুলেটে আগুন ধরিয়ে দিয়েছে । রবিবার রাতে নাজাফ শহরে এ ঘটনা ঘটেছে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটল। এর আগে গত বুধবার রাতে একই কনস্যুলেটে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।

নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তরও এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, ফায়ার ব্রিগেডের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানায়, ইরাকি কনস্যুলেটে হামলাকারীরা নাজাফ শহরের অধিবাসী নয়।

প্রসঙ্গত, বেকার সংকট ও প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইরাকে। বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বিক্ষোভের শুরু থেকে এখন পর্যন্ত নিরাপত্তারক্ষীদের গুলিতে অন্তত চার শতাধিক লোক নিহত হয়েছেন।

সূত্র : আনাদুলু এজেন্সি