“বাংলাদেশের একজন পেসার আছে সেটা সারাবিশ্বে প্রতিষ্ঠিত করতে চাই”

SHARE

taskinবিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া সবচেয়ে কমবয়সী খেলোয়াড় তাসকিন আহমেদ। বিশ্বকাপ নিয়ে ১৯ বছর বয়সী এই উদীয়মানের ভাবনাটা অন্যরকম। নিজের পারফরম্যান্স দিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে চান তিনি। রোববার দল ঘোষণার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করেন তাসকিন। তিনি বলেন, বিশ্বকাপে দলে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। সব ক্রিকেটারের কাছেই বিশ্বকাপে দেশের হয়ে খেলাটা লক্ষ্য থাকে। আমি ভাগ্যবান যে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। বিশ্বকাপে ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে তাসকিন বলেন, প্রথমত অবশ্যই ভালো করতে চাই। দলের প্রয়োজনের মুহুর্তে যেন উইকেট তুলতে পারি-সেটাতো আছেই। ভালো বোলিং করে সবার নজড় কাড়তে চাই। বাংলাদেশের একজন পেসার আছে সেটা সারাবিশ্বে প্রতিষ্ঠিত করতে চাই। সর্বোপরি বাংলাদেশের জন্য গর্ব বয়ে আনতে চায়।