বিএনপি নেতা গ্রেফতার; রাজধানীতে ২২ পেট্রোল বোমা উদ্ধার

SHARE

pettrolরাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা থেকে ২২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার সকাল পৌনে ৭টায় বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে গেন্ডারিয়া থানা পুলিশ।

গেন্ডরিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে স্বামীবাগের মুন্সীরটেক এলাকায় একটি একতলা বাড়ির পাশ থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো ওই ভবন সংলগ্ন সড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো।

তিনি আরও জানান, কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছে সেটি জানা যায়নি। তবে তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টি করার জন্যই বোমাগুলো রাখা হয়েছিলো।

এদিকে ২০টি বোমাসহ লালবাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক ৪০ নং ঢাকা সিটির ওয়ার্ড কমিশনার আলতাফ হোসেকে আটকের দাবি করেছে র‌্যাব। সোমবার সকালে লালবাগের নিজ বাসা থেকে বোমাসহ তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।