নয়াপল্টন এলাকা অবরুদ্ধ: জনসাধারনের চলাচল নিষিদ্ধ

SHARE

polton5বিএনপির ৫ জানুয়ারির কর্মসূচিকে ঘিরে সোমবার রাজধানীর নয়াপল্টনের রাস্তায় জনগণের চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে ওই এলাকায় অবস্থিত সব অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে নয়াপল্টনের রাস্তায় ঘুরে দেখা গেছে, নয়া পল্টনের দুই দিকে অর্থাৎ নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দুই পাশে অবস্থান নিয়ে আছে বিপুল সংখ্যক পুলিশ। তারা কাউকে ওই এলাকায় ঢুকতে দিচ্ছেন না। জনসাধারণকে চলাচল করতে দেয়া হচ্ছেনা। সেই সাথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে নয়া পল্টনের মূল সড়কের সঙ্গে যুক্ত প্রতিটি গলির মুখও। পুলিশ মোটর সাইকেল নিয়ে গলিগুলোতে টহল দিচ্ছে। এ রাস্তায় অবস্থিত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সাংবাদিক ও পুলিশ ছাড়া অন্য কাউকে এ রাস্তায় দেখা যাচ্ছে না। তবে কর্মক্ষেত্রে সকালে গার্মেন্টস কর্মীদের চলাচল করতে দেয়া হয়েছে। চলাচলের স্বাধীনতাটুকুও না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওই এলাকার সাধারণ মানুষ।