জাহাজ ভাঙা ইয়ার্ডে নিহত-আহতদের তথ্য চেয়েছেন হাইকোর্ট

SHARE

জাহাজ ভাঙার ইয়ার্ডে আহত, নিহত শ্রমিকদের তথ্য এবং তাদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারির মধ্যে এ তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প, শ্রম, কর্মসংস্থান, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে এ তথ্য জানাতে বলা হয়েছে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতির (বেলা) করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়।

জাহাজভাঙা ইয়ার্ডের শ্রমিকদের কর্মনিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বেলা এ আবেদন করে। বেলার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবীর।

বেলার পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সরকার ও মালিকপক্ষের যোগসাজস এবং অবহেলাজনিত কারণে রায় পরবর্তী সময় থেকে জাহাজ ভাঙতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ১৯৪ জন শ্রমিক এবং পঙ্গুত্ব বরণ করেছেন ৮৬ জন শ্রমিক।