সমুদ্রে মাছ ধরতে গিয়ে জ্যান্ত হরিণ উদ্ধার করলেন জেলেরা

SHARE

সমুদ্রে মাছ ধরার জন্য গিয়েছিলেন জেলেদের একটি দল। মাছ ধরতে গিয়ে তারা উদ্ধার করেছেন একটি হরিণ। সেই হরিণের ছবি আপলোড করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে। এরপর তা ভাইরাল হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের মেইনে প্রদেশের অ্যাডিসন সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়েছিলেন ওই জেলেরা। জাহাজ নিয়ে সমুদ্রে টহল দিচ্ছিলেন তারা। অ্যাডিসন সৈকত থেকে তারা যখন পাঁচ মাইল দূরে, সে সময় বড় একটি প্রাণী ভেসে আসতে দেখেন জাহাজের ক্যাপ্টেন রেন ডর।

প্রাণীটি দেখতে পেয়ে বিষয়টি তিনি জানান নিজের সঙ্গীদের। এরপর ওই প্রাণীর কাছে জাহাজ নিয়ে যেতেই বুঝতে পারেন। ভেসে আসা প্রাণীটি হরিণ। জ্যান্ত সেই হরিণকে উদ্ধার করে জাহাজে তোলেন তারা। পরে সেই হরিণ একটি দ্বীপে ছেড়ে দিয়ে আসেন তারা।

হরিণ উদ্ধারের ছবি ও পুরো ঘটনার বর্ণনা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ওই জাহাজের ক্যাপ্টেন রেন ডর। এরপর তা ভাইরাল হয়ে যায়।