আকাশ মেঘাচ্ছন্ন, বেড়েছে তাপমাত্রা

SHARE

দক্ষিণের বাতাসের কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গতকাল থেকেই সারাদেশের তাপমাত্রা বেড়েছে। দক্ষিণা বাতাসের চাপে উত্তরের বাতাস ঢুকতে না পারায় তাপমাত্রা বেড়েছে বলে মনে করছে আবহাওয়া অধিদফতর।image_112565_0

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুইদিন তাপমাত্রার এ অবস্থা অপরিবর্তিত থাকবে। তবে আগামী মঙ্গলবার থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যে দেশের রংপুর, লালমনিরহাট, রাজশাহী, দিনাজপুর অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২০.৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। মেঘ কেটে গেলে শীতের অনুভূতি আগের মতা বাড়বে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।