ব্রেকফাস্টে বিস্ফোরণে ট্রেনে আগুন লাগে, পাক মন্ত্রীর ‌হাস্যকর দাবি

SHARE

উদ্ভট মন্তব্য করে বারবার সংবাদের শিরোনামে উঠে আসেন পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ। সম্প্রতি সে দেশে ঘটে যাওয়া ট্রেন বিস্ফোরণে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে।

কিন্তু ওই দুর্ঘটনা কিভাবে ঘটেছে, সে ব্যাপারে বলতে গিয়ে যা যুক্তি দেখালেন রেলমন্ত্রী, তা শুনে রীতি মতো হেসে গড়াগড়া খাচ্ছেন নেটিজেনরা। মন্ত্রীর ওই মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন পাকিস্তানের একজন সাংবাদিক।

ওই ভিডিওতে পাকিস্তানের রেলমন্ত্রীকে বলতে শোনা যায়, খাবারে বিস্ফোরণ হয়েছে। যার ফলে খাবার ফেটে ওই আগুন ছড়িয়ে পড়ে লাগে সিলিন্ডারে। তাতে সিলিন্ডারও ফেটে যায়।

ভিডিও পোস্ট করে ওই সাংবাদিক লিখেছেন, কী বলতে চান আপনি?‌ ভিডিওটি পোস্ট হওয়ার পর ভাইরাল হয়ে যায়। হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়।

নেটিজেনদের প্রশ্ন, কিভাবে ‘‌ব্রেকফাস্টে বিস্ফোরণ’‌ হতে পারে? ব্রেকফাস্টে বিস্ফোরণ থেকে ব্রেকফাস্ট কিভাবে ফেটে যেতে পারে? এমন সমস্ত প্রশ্ন তুলে শেখ রশিদকে নিয়ে একের পর এক মিম বানানো শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।