দুই দফায় মোট পাঁচ দিনের রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাকে কারাগারে পাঠানো হয়।
ডিবির উপকমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায় সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ২৬ ডিসেম্বর ভোর ছয়টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে ডিবি পুলিশ। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় পুলিশের করা মামলায় আসামি করা হয় গয়েশ্বরকে। এ ছাড়া পুলিশের ওপর হামলারও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একই অভিযোগে চকবাজার থানায় আরো একটি মামলা করা হয়।
এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৬ ডিসেম্বর গয়েশ্বর রায়কে আদালতে পাঠানো হলে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে ২৯ ডিসেম্বর আদালতে নেয়ার পর তাকে আরো দুই দিনের রিমান্ডে পাঠানো হয়।