ভিসা ছাড়াই ব্রাজিল যেতে পারবে ভারতীয় ও চীনারা

SHARE

ভারত ও চীনের পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতিদের জন্য ব্রাজিলের দরজা এবার খুলে দেওয়া হচ্ছে। ব্রাজিলে যাওয়ার জন্য ভারতীয় ও চীনা নাগরিকদের এখন থেকে ভিসা করানোর ঝামেলা পোহাতে হবে না। গতকাল বৃহস্পতিবার সুখবরটি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

চলতি বছরের শুরুর দিকে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট বোলসোনারো ঘোষণা করেন, ব্রাজিলে প্রবেশের জন্য বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিদের এখন যে ভিসা করানোর দুর্ভোগ পোহাতে হয়, সেটার আর দরকার হবে না।

বছরের শুরু থেকেই উন্নত দেশগুলোর নাগরিকদের জন্য ব্রাজিলে যাওয়ার ভিসা প্রথা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে সেই সুবিধা পেয়েছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়ার পর্যটক, ব্যবসায়ী ও শিল্পপতিরা।

এবার ভারত ও চীনের নাগরিকদের জন্য সেই সুবিধা চালু করার ঘোষণা করে ব্রাজিলের প্রেসিডেন্ট বুঝিয়ে দিলেন, ওই সুবিধা পাবে উন্নয়নশীল দেশগুলোও।