টি-২০তে সর্বোচ্চ রান হেইলসের, সর্বোচ্চ উইকেট বদ্রির

SHARE

সদ্য বিদায়ী হওয়া ২০১৪ সালের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেইলস। আর বোলিং-এ সর্বোচ্চ উইকেট শিকারের ক্ষেত্রে সেরা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি।image_112430_0

২০১৪ সালে সর্বোচ্চ রান সংগ্রাহক প্রথম পাঁচজন :

ব্যাটসম্যান                            ম্যাচ ইনিংস রান গড়

অ্যালেক্স হেইলস (ইংল্যান্ড)          ১২ ১২ ৩৯৭ ৩৬.০৯
অ্যারোন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)          ১৩ ১৩ ৩৯০ ৩২.৫০
বিরাট কোহলি (ভারত)                ৭    ৭ ৩৮৫ ৯৬.২৫
এনামুল হক (বাংলাদেশ)              ১০   ১০ ২৮৫ ৩৫.৬২
লেন্ডন সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)      ১৫ ১৪ ২৭৩ ১৯.৫০

২০১৪ সালে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক প্রথম পাঁচজন :

বোলার                                       ম্যাচ ওভার রান উইকেট
স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)           ১২   ৪৭.০ ২৩৫  ১৯
ক্রিসমার সানতোকি (ওয়েস্ট ইন্ডিজ)  ১০ ৩৪.৫ ২৩৪   ১৬
ইমরান তাহির (দক্ষিন আফ্রিকা)        ৮   ৩০.০  ২০১  ১৫
সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)        ১৪ ৪৯.০ ২৬৪ ১৪
নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা)            ৯ ৩০.৫ ২২১ ১৩    -ওয়েবসাইট