জেলে নওয়াজ শরিফকে বিষ দেওয়া হচ্ছে, অভিযোগ ছেলের

SHARE

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হুসেন নওয়াজ অভিযোগ করেছেন, কারাগারে তার বাবাকে বিষ দেওয়া হচ্ছে। বর্তমানে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন নওয়াজ শরিফ।

গত সোমবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন নওয়াজ। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে লাহোরর সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা জানান, প্লেটিলেট অস্বাভাবিক হারে কমে গেছে।

এ ঘটনার পর শরিফের ছেলে লন্ডন থেকে টুইটে হুসেন নওয়াজ লেখেন, দুর্নীতি দমন সংস্থার হেফাজতে বাবাকে বিষ দেওয়া হতে পারে। এ কারণেই বাবার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।

মঙ্গলবার তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। যদিও এখনো বিপন্মুক্ত নন নওয়াজ শরিফ। তার দলের আরেক নেতা আতাউল্লাহ তারার জানান, হাসপাতালে নিয়ে আসার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর প্লাটিলেট কাউন্ট দুই হাজারে নেমে গিয়েছিল। তবে চিকিৎসার পর তা বেড়ে ২০ হাজার হয়েছে।