ধর্ষণের অভিযোগ, সেই নেপালি স্পিকার গ্রেপ্তার

SHARE

সম্প্রতি নেপালের স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহেরার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন স্পিকারের কার্যালয়ের এক নারী কর্মী। এরপর গত মঙ্গলবার তিনি পদত্যাগে বাধ্য হন। নেপালের সাবেক এই স্পিকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাঠমান্ডুর একটি আদালত ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে কৃষ্ণ বাহাদুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত ২৯শে সেপ্টেম্বর নেপালের স্পিকারের কার্যালয়ের এক নারী কর্মী কৃষ্ণ বাহাদুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ বাহাদুর। কৃষ্ণ বাহাদুর একজন সাবেক মাওবাদী নেতা।

এর আগে, গত সপ্তাহে অভিযোগের জেরে পদত্যাগ করেন কৃষ্ণ বাহাদুর।

প্রসঙ্গত, কৃষ্ণ বাহাদুর ২০০৭ সাল থেকে নেপালের পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০০৬ সালে নেপালের সরকারের সাথে মাও বিদ্রোহীদের শান্তি আলোচনায় মূল মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করেছেন।