চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন

SHARE

এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন উইলিয়ম জি কেলিন, স্যার পিটার রাটক্লিফ এবং গ্রেগ এল সিমেনজা। এই তিনজনই হাইপোকসিয়া বিষয়ে গবেষণার জন্য এই পুরস্কার পেয়েছেন।

জানা গেছে, কীভাবে কোষগুলি অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে খাপ খায়-এই গবেষনার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তারা।

নোবেল কমিটি জানিয়েছে, কোষগুলি অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে খাপ খাওয়ার ফলে এত জন্তু সহজেই নানারকম জায়গাকে তাদের থাকার স্থান বানিয়ে নিয়েছে। তারা নানারকম উচ্চ ভূমিতে থাকলেও তারা সহজেই তার সঙ্গে মিশে যেতে পারে।

সূত্র : গার্ডিয়ান