ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ট্যাঙ্ক-মিসাইল পেল ভারত

SHARE

ইসরায়েলের কাছ থেকে স্পাইক আন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পেয়েছে ভারত। এর ফলে ভারতীয় সেনাবাহিনী বিশ্বের যেকোনো ট্যাঙ্কের মোকাবিলা করতে পারবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, ডিআরডি ও তৈরী করা দেশীয় প্রযুক্তিতে মানবচালিত পোর্টেবল ট্যাঙ্ক কিলার তৈরী না হয় পর্যন্ত এই অস্ত্র কাজে লাগবে ভারতীয় সেনাবাহিনী।

গত ২৬ সে ফেব্রয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। ওই হামলার পরে প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে এই ফায়ার এন্ড ফরগেট স্পাইস এটি জেএম অস্ত্র কেনে ভারত।

সূত্র : ডেইলি হান্ট