‘প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও কেন সম্রাটকে আটক করা হয়নি’

SHARE

প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও কেন এখন পর্যন্ত সম্রাটকে আটক করা হয়নি, কেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক সাধারণ সভায় তিনি এ প্রশ্ন তুলেন।

সভায় সংগঠনটির সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্দেশ দেওয়ার পরেও কেন এখন পর্যন্ত সম্রাটকে (যুবলীগ নেতা) আটক করা হয়নি। কেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তাকে বাঁচানোর জন্য কারা ষড়যন্ত্র করছে, পায়তাঁরা করছে, এগুলো আমাদেরকে দেখতে হবে।’

বালিশকাণ্ডের দুর্নীতি, ব্যাংকে ঋণ জালিয়াতিসহ সিটি করপোরেশনের বিভিন্ন ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।