হিলি দিয়ে দেশে ঢুকেছে ৫৭ ট্রাক ভারতীয় পেঁয়াজ

SHARE

ভারত সরকারিভাবে রপ্তানি বন্ধ করে দেওয়ার আগে খোলা ঋণপত্র (এলসি) অনুযায়ী গতকাল শুক্রবার সে দেশ থেকে ৫৭ ট্রাক পেঁয়াজ হিলি বন্দরে পৌঁছেছে। এসব ট্রাকে পেঁয়াজ রয়েছে প্রায় ৯৪৬ মেট্রিক টন।

এদিকে গতকাল হিলি বন্দরের আড়তগুলোতে ভারতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগেই দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে জোগান স্বাভাবিক রাখতে আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ২৯ সেপ্টেম্বর। এর পর সেই পেঁয়াজ ভারতে আটকে পড়ে। শেষ পর্যন্ত গতকাল দুপুর ১২টার দিকে হিলি বন্দর দিয়ে ৫৭ ট্রাক পেঁয়াজ এসেছে।

আমদানিকারক বাবলুর রহমান বলেন, আমদানীকৃত পেঁয়াজ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের। গরমে অনেক পেঁয়াজ পচে গেছে। ট্রাকগুলো থেকে পেঁয়াজ পচে পানি ঝরছে। তাঁর দাবি বন্দরে আসা বেশির ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া একসঙ্গে বেশি পরিমাণে পেঁয়াজ আসায় দাম কমে যেতে পারে। এতে আমদানিকারককেই লোকসান গুনতে হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।