নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরলো টাইগাররা

SHARE

শুরুটা দারুণ করেছিলো বাংলাদেশের বোলাররা। সাইফুদ্দিন ও শফিউল ইসালামের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেটা ভালো হয়নি আফগানদের। প্রথম ৩ ওভারে তুলেছিলো মাত্র ১২ রান। কিন্তু তারপরেই নিজের স্বরুপে ফিরেছেন হজরতউল্লাহ জাজাই। শফিউলের ও মাহমুদউল্লাহকে দিয়ে শুরু করেছেন চার ছক্কা। ৯.২ ওভারে তুলে নেয় ৭৫ রান। অবশেষে তাদের ফেরত পাঠান আফিফ।

ইনিংসে নবম ওভারে উইকেটে দেখা পেলো বাংলাদেশ। ভয়ংকর হজরতউল্লাহ জাজাইকে ফেরান টাইগারদের তরুণ তুর্কি আফিফ হোসেন। হজরতউল্লাহ জাজাইকে ৪৭ রানে ফেরানোর পর আসগর আফগানকে ব্যক্তিগত শূন্য রানে মাঠ ছাড়া করান। জাজাই ৩৫ বলে ৬টি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান। ওভারে দুই উইকেট নিয়ে কোনো রান দেননি আফিফ।

এরপরে রহমউল্লাকে ফেরান মোস্তাফিজ। ২৯ রানে বিদায় নেন তিনি। আর মোহাম্মদ নবীকে ৪ রানে বিদায় করেন সাকিব। আর গুলবাদিন নায়েবকে রান আউট করেন মাহমুদউল্লাহ। আর নিয়ন্ত্রিত বোলিং করা সাই্ফুদ্দিন ফেরান নাজিবউল্লাহকে। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১৬ ওভারে ৬ উইকেটে ১১০ রান।