গ্লোবাল প্রপার্টি পোর্টাল লামুডি রিহ্যাব উইন্টার মেলায় তাদের ‘ডায়াল ফর হোম’ সেবায় ১৫ হাজার এসএমএস পেয়েছে।
রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লামুডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজেশ গ্রোভার বলেন, “আমরা এই পাঁচ দিনের মেলায় বেশ আশানুরূপ সাড়া পেয়েছি। ক্রেতাদের বাড়ি খোঁজা সহজতর করতে আমাদের নতুন সেবা ‘ডায়াল ফর হোম 01777 777 187’ বেশ সাড়া পেয়েছে। আমাদের পার্টনার রিয়েল এস্টেট ডেভেলপার এবং মেলাতে আগত দর্শনার্থীদের কাছে এই সেবার মাধ্যমে ১৫ হাজারের বেশি এসএমএস লিড্স পাঠিয়েছি আমরা। আমার বিশ্বাস, বর্তমান বাজার অনুযায়ী আমাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা।”
‘ডায়াল ফর হোম” সেবার মাধ্যমে একজন গ্রাহককে তাদের বাড়ি খোঁজাসংক্রান্ত প্রয়োজনীয় সব কাস্টমাইজ তথ্য ফোনের মাধ্যমে দেয়া হয়ে থাকে। মেলায় লামুডি ডটকম তাদের স্টলে দর্শকদের জন্য ‘ডায়াল ফর হোম’ সেবার প্রত্যক্ষ নিদর্শনের ব্যবস্থা করেছিল।