সিলেটে রোমাঞ্চিত সমরেশ মজুমদার!

SHARE

বাংলাদেশের বাতিঘর থেকে আজ শুক্রবার প্রকাশিত হয়েছে কালজয়ী লেখক সমরেশ মজুমদারের বই ‘অপরিচিত জীবনযাপন’। প্রকাশনা উপলক্ষে সিলেটে গল্প আড্ডার আয়োজন করা হয়। আর সেই গল্প আড্ডায় এসে নিজে লেখক হয়ে ওঠার গল্প শুনিয়েছেন ভক্তদের। এ সময় সিলেটকে নিজের জন্মভূমির সঙ্গে তুলনা করে সমরেশ মজুমদার বলেন, এখানে এসে আমি রোমাঞ্চিত হয়েছি। কারণ উত্তরবঙ্গের যেই চা-বাগানে আমার দীর্ঘ সময় কেটেছে, সেই জায়গাও ঠিক সিলেটের মতোই। সেই চা-বাগান, সেই মাটি।

কালজয়ী লেখক সমরেশ মজুমদার বলেন, শুনেছি পাঠকরাই নাকি সিলেটের বাতিঘর উদ্বোধন করেছেন। তাই সিলেটের পাঠকদের জন্যই আমি এসেছি। আপনাদের সামনে এসে আমি পুলকিত, আনন্দিত। তিনি বলেন, চট্টগ্রাম থেকে বাতিঘরের সঙ্গে আমার সম্পর্ক। সেই সময় বাতিঘরে আসার আগে মনে হয়েছিল, কী আর হবে? এটা একটা বইয়ের দোকানই তো। কিন্তু বাতিঘরে এসে ধারণা পাল্টে গিয়েছিল। বইয়ের গন্ধ আর শত শত মানুষ দেখে আমি বিমোহিত হয়েছিলাম।

গল্প বলা শেষে সমরেশ মজুমদারের হাত থেকে তার অটোগ্রাফসহ প্রি-অর্ডারকারীরা ১৫ জন পাঠক ‘অপরিচিত জীবনযাপন’ বইটি গ্রহণ করেন।