সৌদিতে ড্রোন হামলা: লন্ডভন্ড তেল স্থাপনা

SHARE

সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোর দু’টি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে স্থাপনা দু’টিতে ব্যাপক বিস্ফোরণে আগুন লেগে লন্ডভন্ড হয়ে গেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কাছে আরামকো কোম্পানির তেল স্থাপনায় এ হামলার ঘটনা ঘটেছে।
মাধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথিরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।