রোহিঙ্গাদের সহযোগিতাকারী চক্রটিকে চিহ্নিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করা সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
একই অনুষ্ঠানে যোগ দিয়ে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
মাশরাফী বলেন, শুধু যুবক সমাজ নয়, আরো ছোট বয়সের ছেলেরাও এখন মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারাও ধর্ষণের শিকার হচ্ছে, এসব ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একটি সংঘবদ্ধ চক্র রোহিঙ্গাদের উৎসাহিত করছে, তাদেরকেও আমরা চিহ্নিত করছি। তারা যাতে এসব না করতে পারে সে ব্যবস্থা আমরা নিচ্ছি।