মন্ত্রী বাইক চালাচ্ছেন হেলমেট ছাড়া, মাত্র ২০০ টাকা জরিমানা করল ট্রাফিক পুলিশ

SHARE

হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে এবার জরিমানা দিতে হলো ভারতের রাজস্থান সরকারের এক মন্ত্রীকে। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মন্ত্রীসভায় কয়লা ও গো-পালন দপ্তরের মন্ত্রী প্রমোদ জৈন ভায়া। গত ৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে বারান জেলা দিয়ে যাচ্ছিলেন। প্রতাপ চক এলাকা পার করার সময় টহলরত ট্রাফিক পুলিশ বাইক থামাতে বলেন মন্ত্রীকে। হেলমেট না থাকার জন্য ২০০ টাকা জরিমানা দিতে হয় প্রমোদকে। তিনি ট্রাফিক আইন ভঙ্গ করেছেন, অভিযোগ ছিল এমনই। তবে প্রশ্ন উঠেছে, মন্ত্রী বলেই কি মাত্র ২০০ টাকা জরিমানা দিতে পার পেয়ে গেলেন প্রমোদ।

১ সেপ্টেম্বর থেকেই মোটর-ভেহিকেলস অ্যাক্টে ট্রাফিক আইন আরও কড়া করা হয়েছে। যদিও রাজস্থান সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশিকা এ বিষয়ে জারি করা হয়নি। রাজস্থানে ট্রাফিকের ক্ষেত্রে এখনো পুরনো নিয়মই চালু রয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, জরিমানার টাকা বাড়লেও এত টাকা তার প্রশাসন জনসাধারণের থেকে নেবে না। তবে গেহলটের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কিন্তু ২০০ টাকা জরিমানা দিতে হল হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে। যদিও জরিমানার অঙ্কটা বেশ কম। যেখানে সম্প্রতি কেন্দ্র ট্রাফিক আইন ভঙ্গ করলে জরিমানার টাকা দ্বিগুণ করে দিয়েছে।