গির্জায়-গির্জায় বিশেষ প্রার্থনা

SHARE

আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব- বড়দিন। যিশুখ্রিস্টের প্রেম ও মানবিকতার বাণীতে প্রভাবিত হয়ে সব মানুষকে আপন করার দিন।image_111475_0

পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা আর আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হচ্ছে।

বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা আলাদা বাণীতে দেশের খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে বড়দিন উদযাপন। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গার গির্জায় রাতেই অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। শান্তিময় দেশ ও বিশ্বের জন্য প্রার্থনা করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। দুই হাজারেরও বেশি বছর আগে এই দিনে জেরুজালেমের কাছে বেথলেহেমে মা মেরির গর্ভে জন্ম নেন যিশুখ্রিস্ট। দিনটি উপলক্ষে দেশের সব গির্জা রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে। বসানো হয়েছে ক্রিসমাস ট্রি।

ঢাকার পাঁচতারকা হোটেলও সেজেছে বর্ণিল সাজে। এসব হোটেলে বড়দিনের আয়োজনে রয়েছে দেশী-বিদেশী খাবার, বিভিন্ন স্বাদের কেক। থাকবে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, ফ্যাশন শো, জাদু প্রদর্শনী।