রাজনীতিতে আসছেন না সঞ্জয় দত্ত

SHARE

‘আমি রাজনীতিতে যুক্ত হচ্ছি না।’ আজ সোমবার বিকেলে এক বিবৃতিতে জানিয়েছেন সঞ্জয় দত্ত। ‘বলিউডের এই জনপ্রিয় তারকা রাজনীতিতে যুক্ত হচ্ছেন। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি মহারাষ্ট্রের কোয়ালিশন সরকারের শরিক দল রাষ্ট্রীয় সমাজ পক্ষে (আরএসপি) যোগ দেবেন।’ আজ সকাল থেকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিবৃতিতে সঞ্জয় দত্ত আরও লিখেছেন, ‘আরএসপির জাতীয় সভাপতি মহাদেব জানকার আমার ভাই, আমার বন্ধু। তাঁর প্রতি রইল আমার অনেক শুভকামনা।’

আরএসপির সভাপতি এবং মহারাষ্ট্রের রাজ্যের পশুপালন ও মত্‍‌স্য দপ্তরের মন্ত্রী মহাদেব জানকার রাজনৈতিক দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবাজি পার্কে আয়োজিত অনুষ্ঠানে সঞ্জয় দত্তের ভিডিও ক্লিপ দেখান। এই ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় দত্ত বলেন, ‘আরএসপির জাতীয় সভাপতি মহাদেব জানকার আমার ভাই, আমার বন্ধু। আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। যদি আজ আমি দেশে থাকতাম, তাহলে অবশ্যই এ অনুষ্ঠানে অংশ নিতাম।’

এই ভিডিও বার্তা প্রদর্শনের পর মহাদেব জানকার বলেন, ‘সঞ্জয় দত্ত আমাদের সময় দিয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি আরএসপিতে যোগ দেবেন। তিনি এখন দুবাই আছেন। যদি আজ মুম্বাই থাকতেন, তাহলে অবশ্যই আমাদের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে আসতেন।’

এরপর খবরটি ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম লুফে নেয়। সঞ্জয় দত্ত এখন আছেন দুবাইয়ে। প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি জানিয়েছেন, পরিস্থিতি অনুধাবন করতে পেরে দুবাই থেকেই সঞ্জয় দত্ত একটি বিবৃতি পাঠিয়েছেন।